মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
মাদারীপুরে হাত-পা বাঁধা অবস্থায় এক দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ডাসার উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আজিজুল হাওলাদার। তিনি
কাঁঠালতলা বাজারের চা দোকান করে জীবিকানির্বাহ করতেন ও ধামুসা গ্রামের মৃত আব্দুল রহিম
উদ্দিন হাওলাদারের ছেলে। চা দোকানের পাশাপাশি এলাকায় সুদের ব্যবসাও করতেন বলে জানিয়েছেন
এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ডাসার উপজেলার
কাঁঠালতলা বাজারে দোকানদারী শেষ করে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে বাড়ি ফিরছিলেন আজিজুল
হাওলাদার। মাঝ পথে নিখোঁজ হন তিনি। শনিবার সকালে ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
পাশে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে
পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করে বাড়ির কাছে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’