গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০০ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১১ পিএম
৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। প্রতি বছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে কত জোড়া বিয়ে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।
শনিবার বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসবে বলে জানান বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। এজন্য আগ থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।
আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুপক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এসব বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর ছিটিয়ে দেওয়া হয়।