× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের দুজনকে গুলি করে হত্যা

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৪৩ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্র জিম্মি করে ফরিদপুরের দুই যুবককে। এরপর পরিবারের কাছে দাবি করা হয় মুক্তিপণ। সেই টাকা দেওয়ার পরেও ক্ষান্ত হয়নি চক্রটি। ফের টাকা দাবি করে এবং সেই টাকা না দেওয়ায় ওই দুই যুবককে গুলি করে হত্যা করেছে তারা। হত্যার পর পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো হয় সেই ছবি।

নিহত দুই যুবক হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার ওরফে রাসেল। নিহতের বিষয়টি তাদের পরিবারসূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এমন খবর শুনে দুই পরিবারে আহাজারি যেন থামছে না। সন্তানের জন্য বিলাপ করতে দেখা যায় আকাশ হাওলাদারের বৃদ্ধা মা লিপিয়া বেগমকে। বারবার মূর্ছা যান তিনি। কারও সঙ্গে কথা বলছেন না। খবর পেয়ে বাড়িতে ছুটে এসেছেন অনেকে। সেখানে যেন সান্ত্বনা দেওয়ার কেউ নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার আনোয়ার মাতুব্বর, আবু তারা মাতুব্বর ও আলমাস মাতুব্বরের প্রলোভনে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেন তারা। দুই মাস আগে এ চক্রের হাতে ১৬ লাখ করে টাকা দিয়ে ইতালি যাত্রায় পাঠানো হয় তাদের।

হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার জানান, তার ছেলেকে প্রথমে দুবাই নেওয়া হয়। এরপর সেখান থেকে সৌদি আরব, এরপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যা করা হয়েছে।

হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, ‘চার-পাঁচ দিন ধরে হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। ওরা আজ আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে। ১৬ লাখ টাকা দেওয়ার পরেও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচারকারী চক্র। সেই টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে খুন করেছে।’

স্থানীয় চেয়ারম্যান মনসুর বলেন , ‘এ মানব পাচারকারী চক্র এভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। টাকা না দিলেই তাদের সঙ্গে খারাপ কিছু ঘটানো হয়। কখনও অত্যাচার, কখনও প্রাণে মেরে ফেলে ওরা।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘ভাঙ্গার দুটি ছেলেকে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ওই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাদের সঙ্গে আলোচনা করে দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা