× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারজিসের স্ত্রীর, কে এই রাইতা?

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২২:৪৬ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৮ পিএম

বিয়ের ছবিতে সারজিস আলম। সারজিসের দুই পাশে তার শ্বশুর-শাশুড়ি। ছবি : সংগৃহীত

বিয়ের ছবিতে সারজিস আলম। সারজিসের দুই পাশে তার শ্বশুর-শাশুড়ি। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ের পিঁড়িতে বসেছেন। তার সহধর্মিণীর নাম আয়শা জাহান রাইতা।

এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সারজিস আলমের স্ত্রী রাইতা দ্বিতীয়। তার বয়স ১৮ বছর।  বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের অ্যাডভোকেট লুৎফর রহমানের মেয়ে। রাইতা কুরআনের হাফেজ। তিনি পর্দা করে চলেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সমাজমাধ্যম ফেসবুকের পোস্টে সারজিস আলমের বিয়ের কথা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান। তিনি ক্যাপশনে লেখেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’

ওই ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং সারজিসকে দেখা যায়। বরবেশে সারজিসকে দেখা যায়, সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা। পাত্রীর  নাম বা ছবি প্রকাশ্যে আসেনি। এবার জানা গেল সারজিসের শ্বশুরবাড়ির পরিচয়।

সারজিসের শ্বশুরবাড়ি বরগুনা। তার শ্বশুর অ্যাডভোকেট লুৎফর রহমান। বর্তমানে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পেশার কারণে লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবোর শাহজাহানপুরে বসবাস করেন।

সারজিস আলমের শ্বশুরের পরিবারসূত্রে জানা গেছে, গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই রিসোর্টেই অবস্থান করছেন নবদম্পতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা