× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকাস্থ নেত্রকোণা সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২২:৪১ পিএম

নেত্রকোণা সাংবাদিক ফোরাম, ঢাকার সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান। প্রবা ফটো

নেত্রকোণা সাংবাদিক ফোরাম, ঢাকার সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান। প্রবা ফটো

রাজধানীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নেত্রকোণার সাংবাদিকদের সংগঠন নেত্রকোণা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রফিক মুহাম্মদ ও সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক শওকত আলী খান লিথোকে নির্বাচিত করা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় সংগঠনটির সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার।

দুই বছরের জন্য ঘোষিত এ কমিটিতে আরও রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি দিলীপ সরকার (এশিয়ান এইজ), সহ-সভাপতি বিশ্বজিৎ দত্ত (আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান মজুমদার (মানবকণ্ঠ), মোজাম্মেল হক তুহিন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক বাহরাম খান (ডেইলি স্টার), কোষাধ্যক্ষ মুহম্মদ মোফাজ্জল (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক মোক্তাদির হোসেন প্রান্তিক (ভিডিও বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আকবর আলী (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন (আবাস), নারী বিষয়ক সম্পাদক বনশ্রী ডলি (একুশে টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিফ উর রহমান (নাগরিক টিভি), সংস্কৃতি সম্পাদক মামুন খান (বাংলাভিশন), প্রশিক্ষণ ও জনকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম কচি (আজকের সংবাদ), শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম (ফাইনান্সিয়াল এক্সপ্রেস) প্রমুখ।

কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হলেন- সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ তালুকদার (আজকালের খবর), মাসুদ করিম (যুগান্তর), আব্দুস সেলিম (দিনকাল), গোলাম মঈন উদ্দিন (বাসস), রাজন ভট্টাচার্য (বাংলাদেশ প্রতিদিন) প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী শহিদ, ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা ও নেত্রকোণার সন্তান কবি হেলাল হাফিজ ও অর্থনীতিবিদ ড. আনিসুর রহমানের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও চারুশিল্পী কামাল পাশা চৌধুরী, আয়কর বার্তার ব্যবস্থাপনা সম্পাদক শায়রুল কবির খান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ করিমসহ ৬৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা