গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৪৮ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২১:০০ পিএম
সমন্বয়ক বলে গালমন্দ করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় কয়েক যুবক। এ ঘটনায় শিক্ষার্থীরা গোপালগঞ্জ সদর থানায় অবস্থান নিলে পুলিশ এক হামলাকারী ও তার বাবাকে গ্রেপ্তার করে শুক্রবার (৩১ জানুয়ারি) আদালতে পাঠায়।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এসিসিই বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা টিউশনি করে শহরের মোহাম্মদপাড়ার মেসে ফিরছিলেন। এলাকায় পৌঁছলে স্থানীয় ইফতেখার আলী ইফতিসহ তিন-চার জন মিলে সেলিমকে সমন্বয়ক বলে গালিগালাজ ও মারধর করে। খবর পেয়ে মেসের আরও চার শিক্ষার্থী সেখানে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে তাদেরও মারধর করা হয়। পরে অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি জানাজানি হলে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জ সদর থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে থানায় যান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও দুই সহকারী প্রক্টর। তাৎক্ষণিক পুলিশ অভিযানে নেমে ইফতিকে গ্রেপ্তার করে। পরে ইফতির বাবা কবির মাহমুদকেও গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫-২৫ জনকে আসামি করে শুক্রবার মামলা করেছেন আহত শিক্ষার্থী সেলিম রেজা।