কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৪৪ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৫৮ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে ৯৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ (মাদকদ্রব্য) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার সফিপুর রাখালিয়াচালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেনÑ কুড়িগ্রাম কচাকাটা থানার মোল্লাপাড়া গ্রামের মোহাম্মদ জুয়েল এবং রাখালিয়াচালা এলাকার মো. রেজাউল করিম ওরফে হায়ানুর।
পুলিশ সূত্রে জানা যায়, মৌচাক পুলিশ ফাড়ির সদস্যরা রাত্রিকালীন ডিউটি চলাকালে উপজেলার রাখালিয়াচালা এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বিক্রিকালে মোহাম্মদ জুয়েল ও মোঃ রেজাউল করিম ওরফে হায়ানুরকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে লুকিয়ে রাখা ৯৮০ পিস ভারতীয় মাদক ট্যাপেন্টাডল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১ লাখ সাতচল্লিশ হাজার টাকা।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ি ইনচার্জ মুহিদুল ইসলাম জানান, গোপন সংবাদ অভিযান চালিয়ে রাখালিয়াচালা এলাকা থেকে ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।