যশোর প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৪৩ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৫৯ পিএম
নিহত মো. হানিফ।
যশোরে সাবেক চেয়ারম্যানের গুলিতে চিকিৎসাধীন মো. হানিফ (৪৯) মারা গেছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার করিমপুরে এনআইবি ইটভাটায় গুলিবিদ্ধ হন হানিফ। অভিযোগ উঠেছে ব্যবসায়িক বিরোধের জেরে তিনি গুলিব্দ্ধি হন। নিহতের স্ত্রী শিরিন বলেন, ভাটার মালিক আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম টুটুল তার স্বামীকে গুলি করে মেরে ফেলেছে। টুটুলের দ্বারা তার স্বামী গুলিবিদ্ধ হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই হানিফকে নেওয়া হয় ঢাকায়। ঢাকায় আনার পর একটি হাসপাতালে ভর্তি করে অপারেশন করানো হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার দিন সকালে বারবার হানিফের মোবাইল নম্বরে কল করেন টুটুল। পরে তিনি বাসা থেকে বের হন। তারা রাতে শুনতে পান হানিফ গুলিবিদ্ধ হয়েছেন। সম্প্রতি কামরুল ইসলাম টুটুলের সঙ্গে হানিফের সখ্য গড়ে ওঠে। তিনি এলাকায় জমি কেনাবেচা ও ইট বালু বিক্রি করতেন। ৫ আগস্টের পরে যশোর শহর ছেড়ে বাঘারপাড়া এলাকায় গিয়ে টুটুলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। অর্থ আত্মসাতের ঘটনায় টুটুল তাকে গুলি করেছেন বলে একটি সূত্রের দাবি।
যশোর কোতোয়ালি থানার ইনস্পেক্টর কাজী বাবুল বৃহস্পতিবার বলেছেন, আওয়ামী লীগ নেতা টুটুলের ইটভাটায় হানিফ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় টুটুল নিজেও হানিফের সঙ্গে ছিলেন। পরে তিনি পালিয়ে যান। এখন নিরুদ্দেশ।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক কোন্দলে হানিফকে গুলি করে মারা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এখনও মামলা করা হয়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।