চলাচলে বাধা
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:২৪ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২১:৩৮ পিএম
ঢাকার দোহারের সুন্দরীপাড়া এলাকায় রাস্তায় দেয়াল নির্মাণ করা হয়েছে। এতে দুই শতাধিক পরিবারের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে।
এতে রাস্তা থেকে দেয়াল অপসারণের দাবি জানানো হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ৩টায় সুন্দরীপাড়া এলাকার ভুক্তভোগী বাসিন্দারা মানববন্ধন পালন করে রাস্তায় দেয়াল নির্মাণের প্রতিবাদ করে।
মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ, তাদের বাপ-দাদার আমলের রাস্তা বন্ধ করে শাহাবুদ্দিন চিশতি ওরফে হিরু চলাচলে বাধা দিচ্ছেন। স্থানীয়দের দাবিÑ দ্রুত রাস্তাটি খুলে দিয়ে যাতায়াতে বাধা দূর করা হোক। সুন্দরীপাড়া ও শিলাকোঠার দুই শতাধিক পরিবারের মানুষ এ রাস্তা ব্যবহার করে। শিক্ষার্থীরা স্কুল-কলেজ ও মাদ্রাসায় যায় এ রাস্তা দিয়েই। দেয়াল নির্মাণ করে রাস্তা আটকে দেওয়ায় শিশু, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দা মমরেজ মিয়া। এ ব্যাপারে জমির মালিক শাহাবুদ্দিন চিশতি হিরু বলেন, ‘রাস্তার একটি অংশ রেখেই দেয়াল করা হয়েছে।’