× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকাগামী বাসে ডাকাতি, ৭ যাত্রীর সর্বস্ব লুট

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২১:৩৭ পিএম

ঢাকাগামী বাসে ডাকাতি, ৭ যাত্রীর সর্বস্ব লুট

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সীমান্তবর্তী থানারঘাট ব্রিজের পর (কাপাসিয়া থানার অংশে) ‘অনন্যা ক্লাসিক’ বাসে ডাকাতি হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার সীমান্তবর্তী থানারঘাট ব্রিজের পর এ ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে জানিয়েছেন কিশোরগঞ্জ আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার বর্মণ। এ সময় তার মোবাইলসহ টাকা-পয়সা নিয়ে যায় ডাকাত দল। 

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘আজ ভোর ৫টায় ঢাকাগামী অনন্যায় ডাকাতি হয়েছে। আমার মোবাইল টাকা সব নিয়ে গেছে।’ এরপর স্বপন কুমার বর্মণের নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। 

অনন্যা ক্লাসিকের থানারঘাট কাউন্টার-মাস্টার আলী হোসেন বলেন, ‘কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা চতুর্থ বাসটি ভোর সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়ার থানারঘাট ব্রিজ পার হতেই ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতরা রাস্তায় গাছ ফেলে বাসের গতিরোধ করে।’ 

বাসের চালকের বরাত দিয়ে আলী হোসেন বলেন, ‘মুখোশ পরা ১০-১২ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাসটিতে উঠে সবাইকে জিম্মি করে। পরে বাসে থাকা একজন প্রবাসীসহ মোট সাতজনের টাকা, মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা।’ তিনি আলী হোসেন আরও বলেন, ‘এ দিকে থানারঘাট ব্রিজের পাকুন্দিয়া অংশে চেকপোস্টে রাতে পুলিশ থাকলেও টোক অংশের চেকপোস্টে পুলিশ থাকে না।’

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘থানারঘাটে আমাদের চেকপোস্ট আছে। সকাল পর্যন্ত পুলিশ ডিউটি পালন করে। ব্রিজের ওই পাড়ে ঘটনাটি ঘটায় আমরা এ বিষয় কিছু জানি না। তারপরও খোঁজখবর নিচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা