রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৩৭ পিএম
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে বিএনপির পাল্টাপাল্টি জনসভা ও ৩১ দফা বাস্তবায়নে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর হাই স্কুল মাঠে বসন্তপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা ও কোলারহাট আবুল হোসেন গাজী চত্বরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়।
বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল মিয়ার পরিচালনায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, মো. আকমল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্ববায়ক আইয়ুবুর রহমান আয়ুব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সদস্যসচিব কাজী মিজানুর রহমান পলাশ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারক ও জেলা বিএনপির সাবেক সদস্য সাজেদুল বিশ্বাস সাজ্জাদ প্রমুখ।
বসন্তপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোলারহাট আবুল হোসেন গাজী চত্বরে কর্মিসমাবেশ বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হাসান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্যসচিব মো. মজিবর রহমান শেখ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম গণি, আহসান হাবিব শাহিন, মো. রফিকুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন সরদার, কেএম তরিকুল ইসলাম তরু, ফজলুল হক মিয়া, মো. রাজু আহম্মেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।