× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে দুর্ঘটনা রোধে আন্ডারপাস নির্মাণের দাবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৩৬ পিএম

রূপগঞ্জে দুর্ঘটনা রোধে আন্ডারপাস নির্মাণের দাবি

সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার চড়পাড়ায় আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছে সাত গ্রামের মানুষ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ওই এলাকার চড়পাড়া জামে মসজিদের পাশে মানববন্ধনে এই দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন এফএনএফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আওলাদ মাহবুব, চড়পাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান শরীফ, আল আমিন, সোহান, দিপালী আক্তার, শাহিদা আক্তার প্রমুখ। 

বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কটি অন্যদিকে ছয় লেনের হলেও চড়পাড়া এলাকায় একটি মহলের ইন্ধনে আট লেন নির্মাণ করা হচ্ছে। শুধু তাই নয়, চড়পাড়া সড়ক, যা ঢাকা বাইপাস অতিক্রম করেছে, তা  দিয়ে পুরোনো হাট কাঞ্চন বাজারের লোকজন, সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, কাঞ্চন ভারচ চন্দ্র উচ্চ বিদ্যালয়, হাসপাতালের রোগীসহ চড়পাড়া, কাঞ্চন চৌধুরীপাড়া, কেরাবো, মতিভিটা, কলাতলী, নোয়াগাঁও, দিঘলিয়াসহ সাত গ্রামের মানুষ  যাতায়াত করে। অথচ পুরোনো সড়কের গুরুত্বপূর্ণ স্থানে আন্ডারপাস না করে একটি কোম্পানিকে খুশি করতে ৩০০ গজ দূরে নির্মাণ করা হচ্ছে, যা অন্যায়। বক্তারা সঠিক স্থানে আন্ডারপাস না করলে লাগাতার সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা