× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দলীয় সমাবেশে অতিথি আ.লীগ নেতা, সমালোচনার ঝড়

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৩৫ পিএম

বিএনপির দলীয় সমাবেশে অতিথি আ.লীগ নেতা, সমালোচনার ঝড়

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির দলীয় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন পেয়েছেন রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও দলীয় নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ মঞ্চে রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিনের পাশের চেয়ারে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন ওই ইউপির চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। মঞ্চে বিএনপি ও যুবদলের রামগতি উপজেলার শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। 

বিএনপির সমাবেশ মঞ্চের আসনে ওই আওয়ামী লীগ নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে শুরু হয় নানা প্রশ্ন। এ নিয়ে স্থানীয় জনসাধারণসহ দলীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা। 

আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন বলেন, ‘আমরা আওয়ামী লীগের সঙ্গে কাজ করেছি। এখন এলাকার স্বার্থে বিএনপির সঙ্গে কাজ করছি। বিএনপির পদ না পেলেও পাওয়ার আশা করছি।’

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ কেটে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা