× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে অপহরণের শিকার ৬ জন উদ্ধার, আটক ২

কক্সবাজার অফিস

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৯:২৩ পিএম

আটককৃত মোহাম্মদ আনোয়ার (বাঁয়ে) ও পারভীনা আক্তার ওরফে পারভীন। ছবি : সংগৃহীত

আটককৃত মোহাম্মদ আনোয়ার (বাঁয়ে) ও পারভীনা আক্তার ওরফে পারভীন। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অপহৃত ছয়জনকে জিম্মি দশা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার ও উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ইতলী এলাকার বাসিন্দা পারভীনা আক্তার ওরফে পারভীন।

উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে দুইজন বাংলাদেশি ও চারজন রোহিঙ্গা নাগরিক। বাংলাদেশিরা টেকনাফ উপজেলার এবং রোহিঙ্গা নাগরিকরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় জনৈক ব্যক্তির বসতঘরে কয়েকজন লোককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টার খবর পায় পুলিশ। পরে বড়ইতলী জামে মসজিদের বিপরীত পাশে সন্দেহজনক জনৈক মাহমুদুল হাসানের বসতঘরটি অভিযান চালিয়ে ঘিরে ফেলে পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৫/৬ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে বসতঘরটির একটি কক্ষে জিম্মি অবস্থায় ছয়জনকে উদ্ধার করেছে।’

উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘আটককৃতরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা সাগর পথে মালয়েশিয়ায় পাচারসহ নানা প্রলোভন দেখিয়ে ২/৩ দিন আগে অপহৃতদের এ বাড়িতে নিয়ে আসে। পরে তাদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।’

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য অনুযায়ী, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২১৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা