রাজশাহী অফিস
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত রাজশাহী মহানগর ও জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সমন্বয়কদের একাংশ। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর ও জেলা কমিটি নিয়ে সমন্বয়কদের মাঝে দ্বন্দ্ব দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কমিটির অনুমোদনের ২৪ ঘণ্টা না যেতেই সেই কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছে কমিটি থেকে বাদ পড়া সমন্বয়করা। সংবাদ সম্মেলনে তারা গুরুতর অভিযোগ তুলে ধরেন।
বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে রাজশাহী জেলা ও মাহনগর কমিটি প্রকাশ করা হয়। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে জুলাই বিপ্লবের প্রকৃত নেতাদের বাদ দিয়ে আন্দোলনের চেতনাবেরোধী ও বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগ এনে ওই কমিটি দুটি বাতিলের দাবি জানিয়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজশাহীর ছাত্র সমন্বয়করা সংবাদ সম্মেলন করে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তারা কমিটি বাতিলের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। একই সঙ্গে তারা এই পকেট কমিটি অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করে।
লিখিত বক্তব্যে জুবায়ের রশিদ বলেন, কমিটিতে যাদের পদ দেওয়া হয়েছে তাদের অনেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শরীক দল জাসদের ছাত্র সংগঠনের মূল নেতাদের পদে রাখা হয়েছে। কমিটির অনেকেই চাঁদাবাজির সঙ্গে জড়িত ও হত্যা মামলার আসামি। মোটা অংকের টাকার বিনিময়ে এই কমিটির অনুমোদ দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এটি সরাসরি জুলাই বিপ্লবের চেতার অপমান ও রাজশাহীর ত্যাগী ছাত্রসমাজের সঙ্গে প্রতারণার সামিল। রাজশাহীর ছাত্র সমাজে জুলাই বিপ্লবের চেতাকে যে কোনো মূল্যে রক্ষায় বদ্ধ পরিকর।