ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৬ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১৯:২৩ পিএম
প্রতীকী ছবি
ময়মনসিংহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার বাসিন্দা বাবুল হোসেনের ছেলে আবির হোসেন ও পুরোহিতপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান। তারা দুইজন বন্ধু ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ‘সকালে দুই বন্ধু বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি দ্রুত গতিতে চলছিল। বেলা ১১টার দিকে জিগাতলা এলাকা পর্যন্ত আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় দুইজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।