× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমন্বয়ক পরিচয়ে থানায় এসে আটক ছাত্রলীগ নেতা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৩:৪৭ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম

বৃহস্পতিবার আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল কবীর শিশির। ফাইল ফটো

বৃহস্পতিবার আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল কবীর শিশির। ফাইল ফটো

সমন্বয়ক পরিচয়ে থানায় এসে আটক হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল কবীর শিশির। ছাত্র-জনতা, ছাত্রদল ও যুবদলের হাতে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেতা। পরে পুলিশে সোপর্দ করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে রামগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। আটক শিশির পৌরসভার মধ্য আঙ্গারপাড়া পাটোয়ারী বাড়ির মো. নয়ন মাস্টারের ছেলে। শিশির রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির সাবেক সহ সভাপতি ছিলেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, শিশির কলেজ ছাত্রলীগের কমিটিতে থাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক আঙ্গারপাড়া ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান শুভর সাথে সখ্যতা ছিল। গত ৫ আগস্ট থেকে ছাত্র জনতার সাথেও তার সখ্যতা গড়ে ওঠে। এরপর গত কিছুদিন পূর্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে শিশির আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফাঁসি চাই বলে স্লোগান দেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু বলেন, ‘ছাত্র-জনতার সাথে সখ্যতা রেখে আওয়ামী ফ্যাসিজমের অন্যায় অনিয়ম জায়েজ করতে তারা ব্যস্ত। আমরা চাই আওয়ামী ফ্যাসিবাদের কোনো দোসর যেন অনুপ্রবেশ করতে না পারে। আমরা তাদের বিচার দাবি করছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রামগঞ্জ উপজেলার অন্যতম সংগঠক ইসমাইল রাফি জানান, কোনো ব্যক্তির অনিয়ম দুর্নীতির দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিবে না। তবে গত পাঁচ তারিখের আগ থেকে শিশির সামাজিকমাধ্যমে ছাত্র জনতার পক্ষে অবস্থানসহ আমাদের সাথে সখ্যতা ছিল।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, ‘কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল কবির শিশির নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আমরা তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ লক্ষ্মীপুর আদালতে পাঠিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা