× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রংপুর অফিস

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৩:৪২ পিএম

রংপুরের নব্দীগঞ্জে দুর্ঘটনা কবলিত থ্রি-হুইলার। প্রবা ফটো

রংপুরের নব্দীগঞ্জে দুর্ঘটনা কবলিত থ্রি-হুইলার। প্রবা ফটো

ঘন কুয়াশার কারণে রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। 

শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে পীরগাছার নব্দীগঞ্জ বাজার, পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানা এলাকা ও নগরীর নজিরেরহাটে এসব দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নব্দীগঞ্জ বাজার এলাকায় কুড়িগ্রামগামী যাত্রীবাহি বাসের সঙ্গে কাউনিয়া থেকে ছেড়ে আসা থ্রি-হুইলারের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থ্রি-হুইলারের যাত্রী কাউনিয়া শ্যামপুর এলাকার মঞ্জু মিয়ার ছেলে শাহীন ও অজ্ঞাতপরিচয় দুই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুই জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে থানার কাছে যাত্রীবাহি বাস রংপুর এক্সপ্রেস ও সাদিকা এন্টারপ্রাইজের সংঘর্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জের আসলাম খান নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন।

এ ঘটনায় আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সকালে নগরীর নজিরেরহাট এলাকায় বাসের ধাক্কায় পথচারী মাসুদ মিয়া নিহত হয়েছেন। তিনি গঙ্গাচড়া উপজেলার চাঁদনীপাড়ার বাসিন্দা।   

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, নব্দীগঞ্জে যাত্রীবাহি বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। বাকী দুজনের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা