× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, শিশুদের মৃত্যু

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২৩:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানসহ কীটনাশকপান করেছেন রত্না বেগম নামের এক গৃহবধূ। এতে শিশু দুটি মারা গেলেও বেঁচে আছেন রত্না। তবে তার অবস্থা সংকটাপন্ন। 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় ওই শিশুদের মা রত্নাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মারা যাওয়া শিশুরা হলো মাহির আবরার (৫) ও আরিয়ান আবরার (৬ মাস)।

প্রতিবেশী ফজর আলী জানায়, কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা মাহামুদুল হাসানের পরকীয়ার জেরে তার স্ত্রী রত্না খাতুনের সঙ্গে প্রায়ই ঝগড়া হয়। এ নিয়ে সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে দুপুরে রত্না তার দুই সন্তানসহ গাছে দেওয়া কীটনাশক খান। শিশুরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের চাচা আরিফুল ইসলাম জানান, সম্ভবত স্বামী-স্ত্রী’র মধ্যে মনোমালিন্যের জেরে দুই সন্তানকে কীটনাশক খাওয়ানো হতে পারে। ঘটনার পর দুই সন্তানকে হারিয়ে তার ভাই পাগলের মত আচারণ করছে। আম গাছে স্প্রে করার জন্য ঘরে থাকা কীটনাশক দুই সন্তানকে খাওয়ানোর পর রত্না নিজেও তা পান করেন বলে ধারণা করা হচ্ছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন বলেন, বিষপানে দুই শিশুর মৃত্যু হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের মাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনাটি কালিগঞ্জ থানা এলাকার। বিষয়টি তারা দেখছেন। 

কালিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা