কক্সবাজার অফিস
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২২:৩২ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২৩:১৯ পিএম
বুধবার কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের সংবাদ সম্মেলন করেন। প্রবা ফটো
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ব্যঙ্গাত্মক উপস্থাপন করার অভিযোগে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমানের পদত্যাগের দাবি জানিয়েছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা এমন দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট মুজিবুল হক।
লিখিত বক্তব্য তিনি বলেন, ‘গত ২৩ জানুয়ারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সাদিয়া সুলতানা নামের এক শিক্ষার্থী রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে এবং মানহানিকর কথা বলে। এটি পরিকল্পিত এবং এতে জড়িত আছেন কলেজের অধ্যক্ষ সোলাইমান। একই সঙ্গে শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক আজিজুল মোস্তফা ভুলু, সদস্য সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন ফারুকী, বিচারক মোহাম্মদ নিজাম উদ্দিন, মুফিজুল আলম এ ঘটনায় জড়িত। তাই দ্রুত সময়ের মধ্যে অধ্যক্ষের পদত্যাগ, জড়িত শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।'
এর কারণ হিসেবে মুজিবুল হক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই প্রতিযোগীতার ভিডিও পর্যালোচনায় দেখা যায়, সাদিয়া সুলতানা নিজেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিচয় দিয়ে উপস্থিত সকলকে নিজের স্বামী বলে অখ্যায়িত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মারাত্বকভাবে অপমানিত করেছেন। প্রতিযোগীতায় অভিনয়ে এ দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষকে বাঁশ দিয়েছিলেন উল্লেখ করে চরমভাবে অপমানিত করেছেন। এ ছাড়া আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে খালেদা জিয়া এদেশের প্রত্যেক মানুষকে একটি নয়, দুটি নয়, তিনটি করে বাঁশ দেবেন বলে অভিনয়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জঘন্যভাবে উপস্থাপন করে তাঁর সম্মানহানি করেছেন। অভিনয়ে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কক্সবাজার সরকারি কলেজের দুটি পুকুর ভরাট করে সাংস্কৃতিক আয়োজন করার কথা বলে বেআইনি কার্যক্রমের কথা বলা হয়েছে।'
এ ঘটনার প্রতিবাদে ২৬ জানুযারি ছাত্রদল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। ওই দিন ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে অধ্যক্ষ সোলায়মান পূর্ব পরিকল্পিতভাবে শত শত অছাত্র, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের কলেজের ভুয়া আইডি কার্ড তৈরী করে দিয়ে অধ্যক্ষের কার্যালয়ের সামনে জড়ো করে রাখেন এবং ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের ব্যর্থ চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবি উল্লাহ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর করিম, সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হকসহ সাবেক বর্তমান নেতারা।