কক্সবাজার অফিস
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৬ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২২:১৮ পিএম
মোহাম্মদ ইদ্রিস।
পাওনাদারের চাপে পড়ে অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে হাত-পা ও চোখ-মুখ বাঁধা ছবি পাঠায় এক যুবক। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকিও দেন।
পরে বিষয়টি পুলিশের কাছে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে মঙ্গলবার চট্টগ্রাম শহরের মোহরার বালুর টাল নামক এলাকা থেকে উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে কক্সবাজারের পেকুয়া উপজেলায়। উদ্ধার হওয়া ব্যক্তি মোহাম্মদ ইদ্রিস (৪২)। তার বাড়ি পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি মৌলভীপাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
তিনি জানান, গত ২৪ জানুয়ারি আত্মগোপনে চলে যান ইদ্রিস। এরপর স্ত্রী কুলসুমা আকতারের কাছে পাঠিয়ে ফোন দেন। ইদ্রিস দাবী করেন, একদল লোক তাকে অপহরণ করেছে। ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী করছে। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
পরে পরিবারের সদস্যরা অনেক আকুতি মিনতির পর ৩ লাখ টাকা দেওয়ার জন্য রাজি হন। পাশাপাশি পুলিশকে অবহিত করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারে মাঠে নামে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের কাছ থেকে বিভিন্নজন তিন লাখ টাকা মতো পাচ্ছে। এই টাকা শোধ করতে এবং মুক্তিপণের টাকা বেশি পেলে ওই টাকা দিয়ে মালয়েশিয়া যেতে অপহরণের নাটকটি করেছেন। পাঁচ শত টাকায় রশি কিনে ও একজনকে দিয়ে ছবি তুলিয়ে স্ত্রীর কাছে হাত-পা ও মুখ বাঁধা ছবি পাঠিয়েছে যুবকটি।
উদ্ধার হওয়া যুবককে রাতে থানায় নিয়ে আসার পর বুধবার চকরিয়া আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।