খুলনা অফিস
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২১:৩৬ পিএম
খুলনা জেলা কারাগারে বন্দি মো. আক্রামুজ্জামান নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত মো. আক্রামুজ্জামান দৌলতপুর থানার মধ্যডাংগা নগর এলাকার বাসিন্দা শেখ মহিউদ্দিনের ছেলে। তিনি ফুলবাড়িগেট শাখা সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক।
কারাগার সূত্রে জানা গেছে, খুলনার খানজাহান আলী থানার একটি মামলায় আদালত পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ৫৯ লাখ ৫৬ হাজার ২২৮ টাকা ৫৪ পয়সা জরিমানা করেন আক্রামুজ্জামানকে। তবে হাইকোর্টে আপিলের পর তার সাজা কমিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হয়।
খুলনা জেলা কারাগারের জেলার আবু সায়েম জানান, বুধবার সকালে মো. আক্রামুজ্জামান হৃদরোগে আক্রান্ত হন। কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কারা কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।