প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২১:৩২ পিএম
দেশের দিনাজপুরের পার্বতীপুর, নেত্রকোণা, সাতক্ষীরা, কুষ্টিয়া ও রংপুরে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু ও চারজন আহত হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবর
পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে পার্সেলবাহী কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বক্কর হাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ পার্বতীপুর নুরুল মজিদ মৃর্ধাপাড়া এলাকার বুলুর ছেলে শাহিনুর আলম ও রামপুর ছোট উত্তরপাড়া গ্রামের অবনিকা চন্দ্র রায়ের ছেলে সুকদেব কুমার রায়। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়ছে।
নেত্রকোণা : নেত্রকোণায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কামরুজ্জামান কামাল নামে এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার সকালে জেলার আটপাড়া উপজেলার নেত্রকোণা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা : সাতক্ষীরা-যশোর সড়কে দুই ট্রাকের সংঘর্ষে মো. রেজওয়ান নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে কলারোয়া পৌরসভার জামায়াত অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক হেলপার গোপিনাথপুর এলাকার রেজাউল করিমের ছেলে।
কলারোয়া থানার ওসি মো শামছুল আরেফিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত নাবিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে ঘটনাস্থলেই নিহত হয়েছিল বাঁধন। এ দুর্ঘটনায় তাদের আরেক বন্ধু সামিউল আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মহিষকুণ্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাঁধন উপজেলার মহিষকুণ্ডি কলেজপাড়া গ্রামের সিলন হোসেনের ছেলে। আহত সামিউল কামরুল ইসলাম সোহেলের ছেলে এবং নাবিল নেয়ামুল ইসলামের ছেলে। তারা তিনজনই মহিষকুণ্ডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও ঘনিষ্ঠ বন্ধু।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, তিন বন্ধু একই মোটরসাইকেলে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই বাঁধন মারা যায়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নাবিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রংপুর : রংপুরে পাথরবোঝাই ট্রাকের চাপায় নজির হোসেন নামে থ্রিহুইলার যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে কাউনিয়া বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজির হোসেন কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তিনি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় হিসেবে চাকরি করতেন। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।