ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৩৪ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৪২ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ৪ জনকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালুটিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ৩ ছাত্রী স্কুলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসে থাকা ৩ যুবক এক ছাত্রীকে গাড়িতে তুলে নেয়। স্থানীয়রা এ ঘটনা দেখে মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। দাঁতমারার শান্তিরহাট বাজার এলাকায় গাড়িটি যানজটে আটকে গেলে ভেতরে থাকা ছাত্রীটি চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা গাড়িটি আটক করে অপহরণকারীদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃতরা হলেনÑ বাদল ত্রিপুরা, মিঠুন ত্রিপুরা, চন্দন বিশ্বাস ও মো. শাবলু। তাদের সকলের বাড়ি উপজেলার ভূজপুরের হারুয়ালছড়ি গ্রামে।
দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুদ্দিন বলেন, স্থানীয়রা মাইক্রোবাসসহ ৪ যুবককে ধরে পুলিশকে খবর দেয়। পরে তাদের আটক দেখানো হয়। সেখানে থাকা এক যুবক ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। ছাত্রীটি তা প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি স্বীকার করেছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।