× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় লোডশেডিংয়ে কারখানা মালিকদের ভোগান্তি

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:২৫ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম

আশুলিয়ায় লোডশেডিংয়ে কারখানা মালিকদের ভোগান্তি

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় গ্রিড মেইন্টেন্যান্স, সিডিউল শাটডাউন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণযজ্ঞের অজুহাতে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ছে ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্পকারখানাগুলো। ঘণ্টার পর ঘণ্টা জেনারেটর চালু রেখে বায়ারের কাছ থেকে প্রাপ্ত অর্ডারগুলোর কাজ শেষ করতে হচ্ছে।

এতে প্রায়ই সময়মতো পণ্য সরবরাহ করতে না পেরে লে-আউট ঘোষণা করছে অনেক প্রতিষ্ঠান। কাজ হারাচ্ছেন শত শত কর্মী। এ ছাড়া ডিজেলের বাড়তি দামের কারণে জেনারেটর চালিয়ে বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়। 

বুধবার (২৯ জানুয়ারি) আশুলিয়ার এলাকাধীন বিভিন্ন শিল্পকারখানা ঘুরে এমন বিদ্যুৎ বিভ্রাটের চিত্র দেখা যায়।

কারখানা সংশ্লিষ্টরা মনে করছেন, গরম মৌসুমে চরম বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়তে পারেন তারা। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। সপ্তাহে ৬০-৭০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিকরা। এতে তাদের কমপক্ষে ২৫ শতাংশ করে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাই এই শিল্পকে বাঁচাতে নিরবচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ চাচ্ছেন কর্তৃপক্ষ। 

আশুলিয়ার ডুকাটি অ্যাপারেলস লিমিটেডের একজন কর্মকর্তা বলেন, বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালিয়ে উৎপাদন কাজ চালিয়ে যেতে হয়। জেনারেটরে যে পাওয়ার ইন্টারাপশন হয় এতে প্রতিবারে কমপক্ষে পাঁচ মিনিট উৎপাদন একেবারে বন্ধ থাকে। এতে সময়মতো শিপমেন্ট যেমন ব্যাহত হয় তেমনি এক পাওয়ার থেকে অন্য পাওয়ারে শিফট হওয়ার কারণে কোম্পানি অন্তত দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতির মুখে পড়ছে। সপ্তাহে ২০ থেকে ২৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণে প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে।

কাঠগড়া এলাকায় অবস্থিত একটি সোয়েটার ফ্যাক্টরির এমডি হারুন বলেন, এখনও গরম পড়েইনি, শীতকাল চলছে। তবুও প্রতি এক ঘণ্টা পরপর বিদুৎ থাকে না। জেনারেটর অপারেটে বাড়তি খরচ হয়। এতে উৎপাদন ব্যয় বেড়ে যায়। ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। 

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার আকতারুজ্জামান লস্কর বলেন, সরকারি উন্নয়ন কাজ যেমন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও গ্রিড মেইনটেন্যান্সের জন্য কোথাও কোথাও শাটডাউন দেওয়া হচ্ছে। এ উন্নয়ন কর্মযজ্ঞের কারণে এই ভোগান্তি সাময়িক। আশুলিয়ার নবীনগরে একটি নতুন গ্রিড হচ্ছে, এটি বাস্তবায়িত হলে অতি শিগগিরই এই ভোগান্তি লাঘব হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা