× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বার নির্বাচন

২১ পদে ৪০ প্রার্থী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:২১ পিএম

২১ পদে ৪০ প্রার্থী

আগামী ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচন। এই নির্বাচনে এবার ২১ পদের বিপরীতে দুই প্যানেলে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বিএনপি-জামায়াতের যৌথ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের ২১ জন এবং বাকি ১৯ জন আওয়ামী লীগপন্থি সমন্বয় পরিষদের প্রার্থী। দুই সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হওয়ায় আওয়ামীপন্থি সমন্বয় পরিষদকে ১৯ জন প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নিতে হচ্ছে।

এসব বিষয় নিশ্চিত করে নির্বাচনী কর্মকর্তা উত্তম কুমার দত্ত বলেন, ইতোমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা প্রচার-প্রচারণাও শুরু করেছেন। এবার ২১ পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

দুই প্যানেল সূত্রে জানা গেছে, আইনজীবী ঐক্য পরিষদের সাত্তার-হাসান-বারী প্যানেল ও সমন্বয় পরিষদ রশীদ-জাবেদ-মাহতাব প্যানেল ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে দুই প্যানেলের প্রার্থীদের প্রচারণায় আদালত এলাকা সরব হয়ে উঠেছে।

নির্বাচনে অংশ নেওয়া বিএনপি-জামায়াতের যৌথ আইনজীবী ঐক্য পরিষদের ২১ প্রার্থী হলেনÑ সভাপতি পদে আবদুস সাত্তার, সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক মো. হাসান আলী চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো. ফজলুল বারী, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসাইন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসাইন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল জব্বার। সদস্য প্রার্থীরা হচ্ছেনÑ আহসান উল্লাহ মানিক, আসমা খানম, বিবি ফাতেমা, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম এমিন, মো. রায়হানুল ওয়াজে চৌধুরী, মো. রোবায়েতুল করিম, মো. সাহেদ হোসাইন, মির্জা মো. ইকবাল হোসেন, মো. মোরশেদ ও রাহিলা গুলশান।

আওয়ামী লীগপন্থি সমন্বয় পরিষদের ১৯ প্রার্থী হলেনÑ সভাপতি পদে মো. আব্দুর রশিদ, সিনিয়র সহসভাপতি মো. নুরুল আলম, সহসভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ, সহসাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক গোলাম মোহাম্মদ কাদের আলী শাহ, পাঠাগার সম্পাদক মো. আরিফ উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ফৌজিয়া আফরোজ, ক্রীড়া সম্পাদক এজেএম রাবেত হোসাইন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রবিউল আলম। সদস্য পদের প্রার্থীরা হচ্ছেনÑ মনির আহমেদ মামুন, মোহাম্মদ বাবুলুর রশীদ, মো. ইমরান উদ্দীন, কাজী শাহেদ চৌধুরী, মো. তৌহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, জান্নাতুল মাওয়া কাজল, পারভীন আক্তার পাপিয়া ও মো. শাহ মোয়াজ্জেম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা