প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম
কক্সবাজারে গাড়ি চোর সন্দেহে এক ইজিবাইকচালককে পিটিয়ে হত্যার অভিযোগসহ ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী, নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত হয়েছে। এ ছাড়া আশুলিয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেদকদের খবরে বিস্তারিতÑ
কক্সবাজার : কক্সবাজার সদরের খুরুশকুলে গাড়ি চোর সন্দেহে ব্যাটারিচালিত এক ইজিবাইকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে সদরের খুরুশকুলের আল্লাহওয়ালা হ্যাঁচারির পাশের একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াছ খান এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত আবুল কালাম ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরপাড়ার মৃত আমানুল হকের ছেলে। আটক জাফর উল্লাহ শহরের টেকপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে। তার আদিবাড়ী নোয়াখালীর সুবর্ণচরের পশ্চিম চরজব্বর এলাকায়।
নিহতের জেঠাতো ভাই মোহাম্মদ করিম বলেন, কদিন আগে শহরের টেকপাড়ায় ছুরত আলমের মালিকানাধীন গ্যারেজ থেকে একটি ইজিবাইক চুরি হয়। গাড়িটির মালিক জাফর উল্লাহ চুরির ঘটনায় আবুল কালামকে সন্দেহ করেন। ওসি ইলিয়াছ খান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার হাত ও পায়ের কয়েকটি নখ উপড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইজিবাইক মালিক জাফর উল্লাহকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বামীর হাতে শেখ তানিয়া বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক স্বামী উজ্জ্বল মিয়া পলাতক। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের সন্তান ও স্বজনরা জানান, গত সোমবার রাতে উজ্জ্বল ভারী বস্তু দিয়ে তানিয়ার ওপর নির্যাতন চালিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখে। পরদিন রাতে তানিয়ার বড় মেয়ে জয়া ৯৯৯-এ ফোন দিলে পুলিশ তানিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সরাইল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘাতক স্বামীকে আটকে অভিযান চলছে।
নরসিংদী : নরসিংদীর বেলাবতে জমিসংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়ায় দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকার কোদাল দিয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় কোপ দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়। নিহত প্রদীপ চন্দ্র সরকার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া এলাকার মৃত নিতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আশুলিয়া : ঢাকার আশুলিয়ায় ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল টিএসসি পাম্প ও মাস্টারপ্লাজা সংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিন-চার দিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে।