× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, তিন ফার্মেসিকে জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৯:২৩ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১৯:২৪ পিএম

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিন ফার্মেসিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে।

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিন ফার্মেসিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে।

মেয়াদোত্তীর্ণ, নকল ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তিন ফার্মেসিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলা সদর বিবিরহাট ও ভূজপুর থানাধীন কাজীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

এ সময় ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ, গোয়েন্দা ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর বিভিন্ন ধারায় উপজেলা সদর বিবিরহাট বাজারের আলিফ মেডিকেল হল ফার্মেসির মালিক মো. ইসরানুল হুদাকে ৫০ হাজার ও কলেজ মার্কেটের আর এ ট্রেডার্স ফার্মেসীর মালিক পারভেজ চৌধুরীকে ১ লাখ টাকা এবং ভূজপুর কাজীরহাট বাজারের জাফর ড্রাগ হাউসের মালিক আবু জাফরকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। আদায়কৃত অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। এ ছাড়া জব্দ করা সরকারি এবং নমুনা ওষুধ মানব সেবার জন্য মাইজভান্ডার গাউসিয়া হক কমিটিকে দেওয়া হয়। এ সময় জব্দ করা বিক্রয় নিষিদ্ধ ভারতীয়, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা