ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৯:২৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১৯:২৪ পিএম
ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিন ফার্মেসিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে।
মেয়াদোত্তীর্ণ, নকল ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তিন ফার্মেসিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলা সদর বিবিরহাট ও ভূজপুর থানাধীন কাজীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
এ সময় ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ, গোয়েন্দা ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর বিভিন্ন ধারায় উপজেলা সদর বিবিরহাট বাজারের আলিফ মেডিকেল হল ফার্মেসির মালিক মো. ইসরানুল হুদাকে ৫০ হাজার ও কলেজ মার্কেটের আর এ ট্রেডার্স ফার্মেসীর মালিক পারভেজ চৌধুরীকে ১ লাখ টাকা এবং ভূজপুর কাজীরহাট বাজারের জাফর ড্রাগ হাউসের মালিক আবু জাফরকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। আদায়কৃত অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। এ ছাড়া জব্দ করা সরকারি এবং নমুনা ওষুধ মানব সেবার জন্য মাইজভান্ডার গাউসিয়া হক কমিটিকে দেওয়া হয়। এ সময় জব্দ করা বিক্রয় নিষিদ্ধ ভারতীয়, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।