টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৮:১৬ পিএম
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বুধবার উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ইনসুলিন রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
ভ্রাম্যমাণ আদালত জানা যায়, দুটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ইনসুলিন রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মনির মেডিকেল হল ও বিপ্লব মেডিকেল হলকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, ‘আমাদের এরকম অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।’