× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারুণ্যদৃপ্ত ত্যাগ দেশের কল্যাণ বয়ে আনবে : বিএনসিসির মহাপরিচালক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৭:১৪ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১৭:৫০ পিএম

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনী সেন্টারে বুধবার বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের ১০ দিনের রেজিমেন্ট ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনী সেন্টারে বুধবার বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের ১০ দিনের রেজিমেন্ট ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যদৃপ্ত আত্মপ্রত্যয় ও ত্যাগ অবশ্যই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)'র নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের ১০ দিনের রেজিমেন্ট ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনী সেন্টারে ক্যাম্পিংয়ের সমাপনী অনুষ্ঠানে ক্যাম্পে অংশগ্রহণকারী সব ক্যাডেটদের উদ্দেশ্যে বিএনসিসির নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেন, ‘তোমরা তরুণ। তোমাদের তারুণ্যদৃপ্ত আত্মপ্রত্যয় ও ত্যাগ অবশ্যই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। তোমাদের উপর রয়েছে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার মহান দায়িত্ব। আর তোমরা সকলেই এই দায়িত্ব যথাযোগ্য ভাবে পালন করার জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকবে।’

এর আগে বিএনসিসি'র নবনিযুক্ত মহাপরিচালক প্যারেড কমান্ডার ক্যাম্প অ্যাডজুটেন্ট সেকেন্ড লে. মো. আবু তালেবের নেতৃত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এরপর ক্যাম্পিংয়ে দক্ষতা ও পারদর্শিতার জন্য তিনি চৌকস ক্যাডেট ল্যান্স কর্পোরাল জাওয়াদুল আওসাফ (সিনিয়র) ও ক্যাডেট কর্পোরাল মো. মাহিদুল ইসলাম মাহিন (জুনিয়র) এর হাতে পুরস্কার তুলে দেন। ক্যাম্পে ১২ বিএনসিসি ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন এবং ১৩ বিএনসিসি ব্যাটালিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

বিএনসিসির মহাপরিচালকের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ লোকমান হোসেনসহ অন্যান্য সামরিক অফিসার, বিএনসিসিও, পিইউও, টিইউও এবং সামরিক অসামরিক কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী রেজিমেন্টাল ক্যাম্পিংয়ে কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ৫টি জেলার ৬০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫১৬জন প্রশিক্ষণার্থী বিএনসিসি ক্যাডেট অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা