× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে মহাসড়কে টমেটো ফেলে কৃষকদের অবরোধ

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৭:১৩ পিএম

বুধবার দুপুরে নাটোর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ করেন কৃষকরা। প্রবা ফটো

বুধবার দুপুরে নাটোর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ করেন কৃষকরা। প্রবা ফটো

বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোরে টমেটো ফেলে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নাটোর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের বেলঘড়িয়া বাইপাস এলাকায় আধা ঘণ্টব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে তারা টমেটো মহাসড়কে ফেলে বিক্ষোভ করতে থাকেন। 

এসময় তারা ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার করো, কৃষকের জীবন বাঁচাও’ স্লোগান দিতে থাকে। এতে করে তীব্র ভোগান্তিতে পড়েন ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন রুটের শতশত যাত্রী। 

বিক্ষোভ কর্মসূচিতে নাটোর, রাজশাহী, গোদাগাড়ি, চাপাইনবাবগঞ্জের শত শত কৃষক অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমানউল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলামসহ অনেকে। 

রাজশাহীর গোদাগাড়ির কৃষক মইনুল ইসলাম বলেন, আমরা কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। কৃষককে বাঁচাতে কৃষকের ওপর বর্ধিত ট্যাক্স অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা করা না হলে, উৎপাদিত পণ্য বিক্রি করে ন্যায্য দাম পাবো না। কৃষকরা ফসল উৎপাদন বন্ধ করে দেবে।

গোদাগাড়ির আরেক কৃষক নাজির উদ্দিন বাবু বলেন, কৃষকের ওপর বর্ধিত ভ্যাট ও শুল্ক চাপিয়ে দেওয়ায় কৃষকরা আর্থিকভাবে লোকসানে পড়ছেন। দ্রুত এই শুল্ক প্রত্যাহারের দাবি জানান তিনি। 

কৃষক রেজাউল করিম বলেন, ৫ শতাংশ থেকে ১০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায় টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। ফলে আমরা চাষিরা লোকসানে পড়ছি। অবিলম্ববে বর্ধিত ভ্যাট প্রত্যাহার করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা