প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৬:৫৫ পিএম
সংবাদ সম্মেলনে জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। প্রবা ফটো
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে মানবন্ধন করায় জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ করেছেন গ্রুপটির চেয়ারম্যান সেলিম প্রধান।
বুধবার (২৯ জানুয়ারি)
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে সেলিম
প্রধান বলেন, ‘আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর
লোকজন আমার বাড়িতে হামলা ও গুলি করেছে। গতকাল (মঙ্গলবার) আমরা তার ফাঁসির দাবিতে মানবন্ধন
করায় আমার বাড়িতে হামলা চালিয়েছে গাজীর ঘনিষ্ঠ লোক দিপু ভূঁইয়া। দিপু ভূঁইয়া বিএনপি
করলেও গাজীর হয়ে এখন রূপগঞ্জে কাজ করছে।’
সেলিম প্রধান বলেন,
‘ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালানোর পর সাবেক
মন্ত্রী গোলাম দস্তগীর গাজীও পালিয়ে যান। এসময় গাজীর সব সেক্টর নিয়ন্ত্রণে নেয় বিএনপি
নেতা দিপু। রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের ভাড়ার চুক্তি নিয়ে গোলাম দস্তগীর গাজীর কর্মী
মজিবর রহমানের সাথে (আমাদের) বিরোধ চলছে। তারা ছাত্রদল নেতা রাসেলকে দিয়ে আমার বাড়িতে
হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে। আমি পুলিশ প্রসাসনের কাছে নিরাপত্তা চাইলেও শেষ রক্ষা
হয়নি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
সেলিম প্রধান আরও অভিযোগ করে বলেন, ‘বিএনপি নেতা দিপু ভূঁইয়ার নির্দেশে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ছাড়া ৫০টি মোটরসাইকেল ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং লুটপাট করেছে। রূপগঞ্জবাসি দিপু ভূঁইয়ার বিচার চায়।’
সেলিম প্রধানের বাড়িতে গতকালকের হামলা ও ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
গতকাল নারায়ণগঞ্জের
রূপগঞ্জের গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় দিনব্যাপি সংঘর্ষ হয়। এ সময় সেলিম প্রধানের
বাড়ির সামনে কয়েকটি মোটরসাইকেল, ১টি গাড়ি ও বাড়ির ১টি টিনশেড ঘরে আগুন দেওয়া হয়। সংঘর্ষে
দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি
নিয়ন্ত্রণে আসে।