রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৬:৪৫ পিএম
প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে বাজার মনিটরিং করেন রাঙামাটি জেলাপ্রশাসক। প্রবা ফটো
রাঙামাটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা শহরের বনরূপা বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‘পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে আমরা জেলা প্রশাসনের পক্ষে বনরূপা বাজার পরিদর্শন করেছি। কেউ যাতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করতে না পারে- সেজন্য প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শামীম হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপময় চাকমা, বনরুপা বাজার ব্যবসায়ী সমিতির নেতা মো. জসীম উদ্দিন, তাপস দাশ প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামের পাশে ওএমএসের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করে জেলা প্রশাসন।