× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ হেফাজতে নির্যাতন

সিরাজগঞ্জে সাবেক দুই ওসিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৮ পিএম

অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা। ছবি: সংগৃহীত

অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে পুলিশ হেফাজতে এক ট্রাক চালককে নির্যাতনের অভিযোগে উল্লাপাড়া থানা ও সলঙ্গা থানার সাবেক ওসিসহ আরও ৪ পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী ওই ট্রাক চালকের নাম রোকন মোল্লা। তিনি পাবনা জেলার ফরিদপুর থানার নেছরাপাড়া এলাকার রহমত মোল্লার ছেলে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভুক্তভোগী রোকন মোল্লা নিজেই বাদী হয়ে আদালতে মামলা করেন।  বুধবার (২৯ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী গোলাম হাদী কিরন।

মামলায় অভিযুক্তরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম, সলংঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, সলঙ্গা থানার সাবেক তদন্ত ওসি শেখ তাজউদ্দিন আহমেদ, উল্লাপাড়া থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম, সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর রহমান, সহকারি সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস। এছাড়া অজ্ঞাত আরও ৯ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাভোকেট গোলাম হাফিজ কিরন বলেন, ‘আদালত অভিযোগটি এজাহারভুক্ত করে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।’
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ মে রাত ১টার দিকে ট্রাক চালক রোকন মোল্লা বগুড়া থেকে পাবনা যাওয়ার পথে পাবনা-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার কাওয়াক মোড়ে রাত্রিকালীন ডিউটিরত পুলিশের একটি পিকআপের সাথে ওই ট্রাকের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে উল্লাপাড়া মডেল থানার তৎকালীন ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম ট্রাক চালক রোকন মোল্লার দিকে অস্ত্র তাক করেন।

ওই সময় ভয়ে চালক ট্রাকটি ঘুরিয়ে সিরাজগঞ্জ রোড হাটিকুমরুলের দিকে যেতে থাকে। পুলিশের পিকআপও তার পিছু নেয়। সংবাদ পেয়ে সলঙ্গা থানার তৎকালীন ওসি এনামুল হকও ট্রাকটি ধরতে পিছু নেয়। একপর্যায়ে নাটোর-বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকায় ট্রাকসহ চালক রোকন মোল্লাকে আটক করা হয়।

পরে বেধড়ক মারধর করে চালক রোকন মোল্লার ডান পায়ে গুলি করা হয়। পাশাপাশি রোকন মোল্লার বিরুদ্ধে একই দিনে সলঙ্গা থানায় অস্ত্র আইনে এবং পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে দুইটি এবং উল্লাপাড়ায় থানায় ডাকাতির অভিযোগে ১টি মোট ৩টি পৃথক মামলা করে পুলিশ। এরপর পুলিশ হেফাজতে তাকে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকার অর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় চালক রোকন মোল্লার ডান পায়ের হাঁটুর ওপর পর্যন্ত কেটে ফেলা হয়েছে।

আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন আরও বলেন, ‘পুলিশের দায়ের করা ৩টি মামলায় ৭ মাস জেল হাজতের পর জামিন পেয়ে ১৯ ডিসেম্বর চালক রোকন মোল্লা কারাগার থেকে বের হয়েছেন। মেডিক্যাল সনদে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ‘

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ‘পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার বিষয়ে আদালতের আদালতের নির্দেশনা পেয়েছি। পরবর্তীতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মামলার আসামি উল্লাপাড়া থানার সাবেক ওসি (বর্তমানে রাজবাড়ি জেলায় রেলওয়ে পুলিশে কর্মরত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। বাদী নিজেই একজন আন্তঃজেলা ডাকাত দলের দল নেতা। তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় ৬ জেলায় কমপক্ষে ২৮টি  মামলা রয়েছে। ঘটনার দিন ডাকাতির ঘটনার অভিযোগে তাকে গ্রেপ্তার করতে করার সময় পায়ে গুলি করা হয়েছিল।’

মামলার অপর আসামি সলঙ্গা থানার তৎকালীণ ওসি (বর্তমানে পাবনার সিআইডিতে কর্মরত) এনামুল হক মুঠোফোনে বলেন, ‘রোকন মোল্লা একজন দূর্ধর্ষ ডাকাত। ঘটনার দিন সে সাঙ্গপাঙ্গ নিয়ে ডাকাতি করতে এসেছিল। পালিয়ে যাওয়ার সময় সে কর্তব্যরত একদল পুলিশকে ট্রাকের নিচে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। পরে বাধ্য হয়ে তাকে পায়ে গুলি করা হয়েছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা