রাজশাহী অফিস
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩১ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩৬ পিএম
রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে স্টেশন ভাঙচুরের ঘটনায় মামলা করে স্টেশন কর্তৃপক্ষ। এরপর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা নামসুমন আহমেদ (২৩)। তিনি চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত স্টেশনে কয়েকশো যাত্রী বিক্ষোভ করেন। তারপর তারা স্টেশনে ভাঙচুর চালায়। এসময় তারা স্টেশনের টিটির কক্ষ সহ যাত্রীদের বসার একাধিক চেয়ার ভাঙচুর করে।
সুমন স্টেশনে এই ভাঙচুরের ঘটনায় সম্মুখ সাড়িতে ছিলেন উল্লেখ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে আরএমপির সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।’