× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে গাড়ি চুরির অভিযোগে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:১৪ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৩ পিএম

কক্সবাজারে গাড়ি চুরির অভিযোগে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা

কক্সবাজার সদরের খুরুশকূলে গাড়ি চুরির অভিযোগে ব্যাটারিচালিত এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার পর ফেলে রাখা মরদেহ উদ্ধার এবং জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের আল্লাঅলা হ্যাঁচারির পাশে একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন  কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াছ খান।

নিহত আবুল কালাম (৩৫) সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকির পাড়ার মৃত আমানুল হকের ছেলে।
ঘটনায় আটক জাফর উল্লাহ (৩৮) কক্সবাজার শহরের টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাসকারি মোস্তাফিজুর রহমান।  তার আদি বাড়ী নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর এলাকায়। তিনি নিহতের ভাড়ায় চালানো ইজিবাইকের মালিক।
নিহতের জেঠাতো ভাই মোহাম্মদ করিম বলেন, ‘তার চাচাতো ভাই আবুল কালাম কক্সবাজার শহর ও খুরুশকূল এলাকায় ভাড়ায় ইজিবাইক চালাতেন। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হতেন এবং গাড়ি চালানো শেষে রাত ১০টার মধ্যে ফিরতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে গাড়ি চালানোর জন্য বের হয়েছিলেন। কিন্তু রাত ১০টার পরও বাড়ি ফেরেননি। এতে উদ্বিগ্ন স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকালে খুরুশকূলের আল্লাঅলা হ্যাঁচারির পাশের একটি নালায় আবুল কালামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের অবহিত করে। পরে ঘটনাটি থানায় অবহিত করেন স্বজনরা।’

নিহতের এ স্বজন অভিযোগ করেন, কয়েকদিন আগে কক্সবাজার শহরের টেকপাড়ায় জনৈক ছুরত আলমের মালিকাধীন গ্যারেজ থেকে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটে। গাড়িটির মালিক ছিলেন জনৈক জাফর উল্লাহ নামের এক ব্যক্তি। আর গাড়িটির চুরির ঘটনায় আবুল কালাম জড়িত বলে অভিযোগ তোলা হয়। 

এ ঘটনায় খোঁজ নিতে দুই দিন আগে গ্যারেজ ও গাড়ির মালিকসহ ৪/৫ জন আবুল কালামের বাড়িতে গিয়েছিল এবং চলে আসার সময় দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে জানান মোহাম্মদ করিম।
তিনি দাবি করেন, ঘাতকরা আবুল কালামকে গাড়ির গ্যারেজ পিটিয়ে হত্যার পর লাশ খুরুশকূলের আল্লাঅলা হ্যাচারির পাশের একটি নালায় ফেলে রেখেছে। কয়েক দিন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে হুমকি এবং শরীরের আঘাতের চিহ্ন দেখে তা পরিষ্কার।
ওসি ইলিয়াছ খান বলেন, ‘সকালে খুরুশকূলের আল্লাঅলা হ্যাঁচারির পাশের একটি নালায় জনৈক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার হাত ও পায়ের কয়েকটি নখ উপড়ে ফেলা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর নিশ্চিত হওয়া যাবে।’ 

ওসি বলেন, ‘সকালে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ইজিবাইক মালিক জাফর উল্লাহকে পুলিশ আটক করেছে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ’
গাড়ি চুরির অভিযোগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা জানিয়ে ইলিয়াছ খান বলেন, ‘কারা কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা