জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১২:৩০ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১২:৩১ পিএম
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে মাঠে ভাঙচুর চালিয়েছে কিছু মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আসরের নামাজের পর তারা মাঠে গিয়ে এই ঘটনা ঘটায়। এর আগে স্বাধীনতা চত্বরে সমবেত হয়ে মিছিল ও বক্তব্য দেয় তারা।
খেলার মাঠে ভাঙচুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মো.
মেজবাউল মণ্ডল নামের এক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের
সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়েছে। সেখানে কয়েকজন
মাওলানা বক্তব্য দেন। তাদের একজনকে বলতে শোনা যায়, ‘আবার কয়েক দিন থেকে জানতে পারছি,
আবার সেই মেয়ে খেলা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। মুসলমান মেয়েদের ঘরে রাখার জন্য আল্লাহ
তাআলা বলেছেন। তারা পর্দার মধ্যে থাকবেন। সেই মেয়েদের এনে লেলিয়ে দিয়ে যুবকদের পাপাচার
কাজে অগ্রসর করছে। যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফলকাম। মেয়েদের
লেলিয়ে দেওয়া কীভাবে মানতে পারি! যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান,
আমি তাঁদের সতর্ক করতে চাই, আপনারা সাবধান হোন।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা
বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
এরপর সেখান থেকে স্লোগান দিতে দিতে তারা তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে
গিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন।
খেলার আয়োজকদের সূত্র জানা যায়, স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে
প্রায় দেড় মাস ধরে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে টিনের বেড়া দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলছে।
প্রতিটি ম্যাচে দর্শকদের মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ারে বসে দেখার জন্য
৭০ টাকায় টিকিট বিক্রি করা হচ্ছিল।
আজ বুধবার (২৯ জানুয়ারি) জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে
একটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেড় মাসের মধ্যে আগামীকাল প্রথম নারীদের ম্যাচটি
আয়োজন করা হয়।
ভাঙচুরের বিষয়ে টি-স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক
সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, ‘বুধবার বিকালে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা
ছিল। আজ আসরের নামাজের পর মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছে।
এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।’
খেলার মাঠ থেকে টিনের বেড়া অপসারণ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার
(ভূমি) মুনিরা সুলতানা মোবাইল ফোনে বলেন, ‘তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে বেড়া দিয়ে টুর্নামেন্ট
আয়োজন করার অনুমতি নেই। এটি তাদের একাধিকবার নিষেধ করা হয়েছিল। আজ অবধি তারা সেটি শোনেননি।
বিষয়টি নিয়ে সেই সময় একটু ঝামেলা হয়েছিল। আজকের ঘটনাটি ছিল ভিন্ন।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন,
‘নারী দলের খেলা আয়োজন এবং মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়ে আমি জানি না। ইউএনও স্যার
জানিয়েছেন, বুধবার আয়োজক ও বিরোধীদের সঙ্গে বৈঠক হবে।