কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১২:১৫ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১২:১৬ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লায় চোরকে ধাওয়া করতে গিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার দেবিদ্বার উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সদস্যের নাম মাইনুদ্দিন ভূঁইয়া(৫৯)। তিনি দেবিদ্বার থানা কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার গাইটুলি গ্রামে। তিনি ওই গ্রামের ভূঁইয়া বাড়ির সাইদুর রহমান ছন্দু ভূঁইয়ার ছেলে।
দেবিদ্বার থানার পরিদর্শক মো. শাহিনুল ইসলাম বলেন, ‘মাইনুদ্দিনের পুলিশে চাকরির আর মাত্র ৬ মাস সময় ছিল। এরপরই তিনি অবসরে যেতেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
পুলিশ ও স্থানীয়রা বলেন, ‘দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর দক্ষিণপাড়া নূরানি ও হাফিজিয়া মাদ্রাসা মসজিদের দুইটি ফ্যান চুরি করায় একজনকে চোর সন্দেহে আটক করে গণধোলাই দেন স্থানীয়রা। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। গণধোলাইয়ের শিকার ওই চোরকে আটক করে থানায় নিয়ে আসার পথে সে অসুস্থ হয়ে পড়লে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানায় নিতে সিএনজি অটোরিকশায় ওঠানোর সময় দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে সে। এ সময় চোরকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কনস্টেবল মাইনুদ্দিনের গ্রামের বাড়ির রাসেল আহামেদ বলেন, ‘মাইনুদ্দিনের চাকরি আর বেশিদিন ছিল না৷ বাড়িতে তার দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন।’
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহিবুস সালাম খান জানান, পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে আমাদের ধারণা।