খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন টানা তিন দিনের কর্মবিরতি প্রত্যাহার করেছে। প্রশাসনের আশ্বাসে আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে শ্রমিকরা পুনরায় কাজ শুরু করেছেন।
রবিবার (২৬ জানুয়ারি) খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। কর্মবিরতির কারণে খুলনার কাশিপুরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। এতে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪ জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. মোশারফ হোসেন জানিয়েছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে তারা কর্মবিরতি তুলে নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন প্রক্রিয়ায় সহায়তা করা হবে।
কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকালেই ডিপোগুলোতে তেল লোড এবং পরিবহন কার্যক্রম শুরু হয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কর্মবিরতিতে খুলনার কাশিপুরে রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪ জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়।