নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১০:২৩ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১০:৫০ এএম
নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায় ধর্মঘট শুরু করেন পরিবহনশ্রমিকরা।
মঙ্গলবার বিকালে রূপাতলীতে একটি অপ্রীতিকর ঘটনায় বাস ভাঙচুর করা হয়। শ্রমিকদের দাবি, বাস ভাঙচুরের সময় তাদের মারধর করা হয়েছে। তারা নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ধর্মঘট শুরু করেছেন।
শ্রমিকরা জানিয়েছেন, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন সময় তাদের মারধর করা, বাস ভাঙচুর করা হয়। এমনভাবে সড়কে বাস চালানো তাদের জন্য আতঙ্কের। তাই যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না করা হবে ততক্ষণ তারা ধর্মঘট চালিয়ে যাবেন।
ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন দূরদূরান্তের যাত্রীরা। স্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় বিকল্পভাবে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি, মাহিন্দ্রা ও অটোচালকদের বিরুদ্ধে।
যাত্রীরা বলছেন, বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের জিন্মি করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। দ্রুত বিষয়টি সমাধান না করলে দুর্ভোগ আরও বাড়বে।