× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপন্ন রাজকিঙ্কর প্রজাপতি

আ ন ম আমিনুর রহমান

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ০৯:০১ এএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ০৯:০২ এএম

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রাজকিঙ্কর প্রজাপতির ছবি তুলেছেন লেখক নিজেই।

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রাজকিঙ্কর প্রজাপতির ছবি তুলেছেন লেখক নিজেই।

ওকে প্রথম দেখি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের আদমপুরে আজ থেকে ১৩ বছর আগে। কমলা রঙের পতঙ্গটির নকশাদার ডানা দুটোর চমৎকার রূপে অভিভূত হয়েছিলাম। পরের বছর ওকে দেখলাম রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের বড় ছড়ায় ভেজা বালির ওপর। এরপর একে একে লাউয়াছড়া ও সাতছড়ি জাতীয় উদ্যানে। চমৎকার এই প্রজাপতিটিকে সর্বশেষ দেখলাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে গত ১৩ জানুয়ারি দুপুরে। সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত বিরল একটি পাখির খোঁজে বনের কিছুটা গহিনে কাটিয়ে গেস্ট হাউসে এসে নাশতা সারলাম।

এরপর রাজশাহী থেকে আগত প্রজাপতিপাগল কয়েকজনের সঙ্গে অভয়ারণ্যের ছড়ার দিকে নেমে গেলাম। ঘণ্টাখানেক ছড়ায় পাখি-প্রজাপতি খুঁজে এমন এক জায়গায় এসে থামলাম যেখান থেকে আমার পক্ষে আর সামনে এগুনো সম্ভব হলো না। সঙ্গে থাকা ছয়জন সামনে চলে গেলেও পায়ের ব্যথার কারণে আমি রয়ে গেলাম। সঙ্গে থাকল রাজশাহীর নাইম রশিদ। এরপর আমরা দুজন প্রায় দুই ঘণ্টা ছড়ায় প্রজাপতি খুঁজলাম। এই সময়ের মধ্যে চার-চারটি নতুন প্রজাপতির দেখা পেলাম। ফেরার পথে দেখা হয়ে গেল কমলা ডানার নকশাদার সেই পতঙ্গটির সঙ্গে যাকে সর্বপ্রথম আদমপুরে দেখেছিলাম। 

কমলা নকশাদার ডানার এই পতঙ্গটি হলো এদেশের সচরাচর দৃশ্যমান কিন্তু বিপন্ন এক প্রজাতির প্রজাপতি। ইংরেজি নাম Common Yeoman (কমন ইয়োম্যান)। এর কোনো বাংলা নাম নেই, তাই শাব্দিক অর্থ বিবেচনায় এটির নাম দিয়েছি রাজকিঙ্কর। চারপেয়ে বা বুরুশপেয়ে প্রজাপতির গোত্র নিম্ফালিডির (Nymphalidae) এই সদস্যটির বৈজ্ঞানিক নাম Corrochroa tyche (চিরোছ্রোয়া টাইচে)। মূলত দেশের উত্তরপূর্ব (সিলেট বিভাগ) ও দক্ষিণপূর্বাঞ্চলের (চট্টগ্রাম বিভাগ) বাসিন্দা হলেও মধ্যাঞ্চলেও (ঢাকা বিভাগ) দেখা যায়। বৈশ্বিক পরিসরে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এরা বিস্তৃত। 

রাজকিঙ্কর মধ্যম আকারের প্রজাপতি। প্রসারিত অবস্থায় এক ডানার একপ্রান্ত থেকে অন্য ডানার অন্যপ্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ৬৫ থেকে ৭৫ মিলিমিটার। ওপরের দিকটা তামাটে কমলা, সামনের ডানার প্রান্তে অতি সরু কালো রেখা থাকে এবং দুই ডানারই ওপরদিকে মাঝ-আঁচলে একটি অনিয়মিত ও একটি বা দুটি ঢেউ খেলানো কালো প্রান্তীয় রেখা থাকে। পিছনের ডানার বার-আঁচলে কালো ফুটকির সারি দেখা যায়। স্ত্রী অপেক্ষাকৃত ফ্যাকাশে কমলা, এর সামনের ডানার শীর্ষের কালো পাড় পুরুষের তুলনায় বেশি চওড়া। পুরুষের ডানার নিচের অংশ ফ্যাকাশে কমলা এবং স্ত্রীরটি ফ্যাকাশে বাদামি কমলা। ধূসর, কালো, সাদা ও কয়েকটি লাল দাগছোপে চিহ্নিত।

এটি মূলত পাহাড়ি বনের প্রজাপতি হলেও সমতলেও দেখা মেলে। বনের উন্মুক্ত অংশ বেশি পছন্দ করে। সচরাচর বনপথ ও জলধারার কাছে উড়তে বা বসে থাকতে দেখা যায়। ডানা ঝাপটানোর মতো করে ওড়ে। ফুল পছন্দ করে, ভিজা মাটির রসও চোষে। 

বাংলাদেশে এই প্রজাপতির পোষক গাছ সম্পর্কে তথ্যের অপ্রতুলতা রয়েছে, তবে সিঙ্গাপুরে সেটুম্পুল ও আলপাইন অ্যালমন্ড গাছে জীবনচক্র সম্পন্ন হয়। পোষক গাছের পাতার নিচদিকে বা কচি অঙ্কুরে এককভাবে ২ থেকে ৩টি ছোট গুচ্ছে ডিম পাড়ে। ফ্যাকাশে সাদাটে থেকে হলদে ডিমগুলো কিছুটা গোলাকার, যার গায়ে চতুর্ভুজ বা ষড়ভুজ আকৃতির অসংখ্য গর্ত থাকে। জীবনচক্র সম্পন্ন হতে ১৭ থেকে ১৮ দিন সময় লাগে।


লেখক : পাখি ও বন্যপ্রাণী প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা