× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

বগুড়া ব্যুরো

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৩:০৩ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১৩:১৪ পিএম

ধর্মঘটের কারণে বগুড়ায় চলছে না গাড়ি। প্রবা ফটো

ধর্মঘটের কারণে বগুড়ায় চলছে না গাড়ি। প্রবা ফটো

রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের প্রথম দিনে বগুড়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে ঢাকাসহ সব রুটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই দুর্ভোগের সুযোগ নিয়ে সিএনজি চালকরা দুই থেকে তিন গুণ বেশি ভাড়া দাবি করছে।

সরেজমিনে দেখা যায়, বগুড়া থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশে বগুড়ার চারমাথা, ঠনঠনিয়া ও বনানী বাসস্ট্যান্ডে আসেন যাত্রীরা। বাস না পেয়ে কেউ ফিরে যাচ্ছেন আবার অনেকে বিকল্প যানবাহনের খোঁজ করছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রাকে যাতায়াত করছেন। 

এদিকে ধর্মঘটের কারণে চাপ পড়েছে ট্রেনে। বিভিন্ন রুটের ট্রেনের টিকিট ইতোমধ্যে শেষ হয়ে গেছে। টিকিট না পেয়ে অনেকে দাঁড়িয়েই রওনা দিচ্ছেন গন্তব্যে।

সামিউল আলম চাঁপাইনবাবগঞ্জ যাবেন। তিনি বলেন, ‘ধর্মঘটের কথা জানতাম না। জানলে তো আসতাম না।'

ইকবাল কবির বলেন, 'বাসায় যাওয়া খুব জরুরী। কিন্তু নওগাঁ কোন বাস যাচ্ছে না। এক সিএনজি যেতে চাইলো কিন্তু ভাড়া তিনগুণ বেশি চাচ্ছে।' 

শিক্ষার্থী আকতারুজ্জামান বলেন, 'বগুড়ায় সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া দাবি করা অনেক পুরোনো অভ্যাস। তারা নতুন কোনো অজুহাত পেলেই ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দেয়। এতে করে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়।’

রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের কথা বলা হয়েছিল। কিন্তু বেঁধে দেওয়া সময়ে সে দাবি পূরণ হয়নি। এ কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘট চলছে।’

তিনি বলেন, ‘এ ধর্মঘটের আওতায় থাকবে সব যাত্রী ও পণ্যবাহী পরিবহন। তবে এরই মধ্যে যদি দাবির পক্ষে আশ্বাস পাওয়া যায় তারা ধর্মঘট প্রত্যাহার করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা