× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছেন প্রবীণ রাজনীতিকরা : হাসনাত আব্দুল্লাহ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ২১:২৬ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ২১:২৮ পিএম

তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছেন প্রবীণ রাজনীতিকরা : হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কেবলমাত্র ভোটের জন্য তরুণরা জীবন দেয়নি। তরুণদের মনন বুঝতে হবে। তরুণদের ভাষা বুঝতে প্রবীণ রাজনীতিকরা ব্যর্থ হয়েছেন। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছেন। আগে খুনিদের বিচার হবে, তারপর আলোচনাÑ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না। 

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে চুয়াডাঙ্গায় আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, চুয়াডাঙ্গা সীমান্তবর্তী একটি জেলা। এই জেলার বিপরীতে ভারতে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে আছেন। তিনি মাঝেমধ্যে আমাদেরকে ভয় দেখান, যে তিনি টুপ করে এদেশে ঢুকে পড়বেন। সেটা যাতে না করতে পারে, সে কারণে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।‌ আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টাকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।‌

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনার বিচারের কথাবার্তা না বলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনাদের মধ্যে আওয়ামী লীগের ভোট ব্যাংকের চিন্তা রয়েছে। আপনারা আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোকে দখল করতে চান। আমরা তরুণ প্রজন্ম যতদিন রাজপথে আছি আমাদেরকে শেখ হাসিনা কিনতে পারে নাই। আপনারাও আমাদেরকে কিনতে পারবেন না, কোনো রাজনৈতিক দল আমাদেরকে কিনতে পারবে না। 

রাজনীতিকদের উদ্দেশে হাসনাত বলেন, আপনারা যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন গত ১৬ বছরে অনেক ত্যাগ এবং নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আপনাদের যে ত্যাগ ও অভিজ্ঞতা এবং তরুণদের ভয়হীন মনোবল রয়েছে এই দুটোর সমন্বয়ে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা