× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ২১:২০ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ২১:২৩ পিএম

কিশোরগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। পরে জেলা প্রশাসক ঘুরে ঘুরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মুকিত সরকার, স্থানীয় বিএনপির মাজহারুল ইসলাম, জামায়েত নেতা অধ্যাপক রমজান আলী, গণঅধিকার পরিষদ নেতা মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক নেতাসহ অনেকে উপস্থিত ছিলেন।

মেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৯০টি স্টল রয়েছে। বিনোদনমূলক স্টলের জন্য জায়গা রয়েছে। স্টলে মিলছে বাহারি শোপিস, জুয়েলারি সেট, শীতের পোশাক, বাচ্চাদের খেলনা, বুটিকসের টু-পিস, থ্রি-পিসসহ নানা পণ্য। দীর্ঘদিন পর কিশোরগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড় ছিল। দূরদূরান্ত থেকে অনেকেই মেলায় আসে। উদ্যোক্তা ও ব্যবসায়ীরা আশা করছেন মেলা সফল হবে। বেচাবিক্রি হবে ভালো।

মেলায় আসা দর্শনার্থী রফিকুল ইসলাম বলেন, বাণিজ্য মেলার খবর শুনে দেখতে এসেছি। মেলার স্টলে ওঠা জিনিসপত্রের দাম কম হওয়ায় সাধারণ ক্রেতারা কিনতে পারবে। ব্যবসায়ীরা বলেন, অনেক দিন পর কিশোরগঞ্জে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ মেলায় বেচাবিক্রি ভালো হবে। ব্যবসায়ীরা লাভবান হবে। 

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি একে এম মুজিবুর রহমান বলেন, মেলার উদ্দেশ্য শুধু ক্রেতা-দর্শনার্থীদের কাছে পণ্য বিক্রি নয়। মেলায় দর্শনার্থীরা বিনোদন নিতেও পারবেন। সবার সার্বিক সহায়তা কামনা করেন তিনি। জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, মেলা সুষ্ঠু ও সুন্দর হবে। এতে কেনাকাটার পাশাপাশি বিনোদনও পাবেন কিশোরগঞ্জের মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা