সাতক্ষীরা ও নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ২০:৫৭ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ২১:১৬ পিএম
সাতক্ষীরার তালা উপজেলার বলফিল্ড মাঠে রবিবার প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক গোলাম পরওয়ার। প্রবা ফটো
বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন, দেশে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। আমরা এখন নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা দেশে সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর ইতিহাসের একটি কালো যুগ পার করেছি। গণমানুষের ভাত-কাপড়সহ মৌলিক অধিকার ধ্বংস করে ফ্যাসিবাদ তৈরি করা হয়েছিল।’
রবিবার (২৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার বলফিল্ড মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে কেউ ভোট দিতে পারেনি। হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। গুম করে আয়না ঘরে পাঠানো হয়েছে। আর এসব গুম খুনের ‘মাস্টারমাইন্ড’ শেখ হাসিনা। ওনি চেয়েছিল ক্ষমতায় থাকতে, ওনার দল সারা জীবন থাকবে। শেখ হাসিনার লগি বৈঠার আন্দোলন দেশের গণতন্ত্রকে শেষ করেছে। এ সাতক্ষীরায় ৪০ জন নেতাকর্মীকে হত্যা ও হাজার হাজার কর্মীকে জেলে যেতে হয়েছিল। গত ১৫ বছরে গুম, আলেমদের হত্যাসহ যে অত্যচার করা হয়েছিল তার গণ-বিস্ফোরণ হয়েছে আজ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম দেশে নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন হবে। কিন্তু কোনো একটি দল তা গোপনে মেনে নিয়েছিল। এই ফ্যাসিস্ট হাসিনা তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করতে উঠে পড়ে লেগেছিল। ওনি আদলতের ওপর বন্দুক রেখে তা বাতিল করেছিলেন। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করে সফল হয়েছি। এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা লড়েছি।’
নারী অধিকার বিষয়ে তিনি বলেন, ‘নারীদের সমান অধিকার থাকবে। তারা পর্দার সহিত ইসলামের ছায়াতলে নিরাপদে চলা ফেরা করবে।’
সংখ্যালঘুদের বিষয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘জামায়াত ইসলামের প্রতি একটা নেগেটিভ ধারণা আছে, তারা নাকি মন্দির ভাঙচুর করে। আমি বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামের নামে কখনও মন্দির বা প্রতিমা ভাঙচুরের অভিযোগ নেই। হিন্দু মানে আওয়ামী লীগ তা কিন্ত নয়। হিন্দু ভাইদেরও প্রমাণ করতে হবে, রাষ্ট্রের কল্যাণের জন্য তারা অন্য দলে ভোট দিতে পারে। আগামী দিন জামায়ত ইসলামের ছায়াতলে হিন্দু ভাইয়েরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত ইসলাম যে বাংলাদেশ নির্মাণ করতে চায়, তা হবে শোষণ ও শাসন মুক্ত। যে দেশে কোন ভাত কাপড়ের অভাব থাকবে না। বেকাদের কাজের অভাব হবে না। তারা প্রয়োজনে বাড়িতে বসে বেকার ভাতা পাবে। দেশের খাদ্য, চিকিৎসাসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।’
তালা উপজেলা জামায়াত আমির মাওলানা মফিদুল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠিক সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য আবুল কালাম আজাদ, আবুল বাসার, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা জামায়াত ইসলামের আমির শহিদুল ইসলাম মুকুল প্রমুুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার সকালে নড়াইল সদরের হবখালী স্কুলের মাঠে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জামায়াত নেতা অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা আমির মাওলানা খায়রুজ্জামানসহ অনেক মুসল্লি।
জানাজা শেষে সাংবাদিকদের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যত বিভাগ এবং ডিপার্টমেন্ট আছে, আমার মনে হয় সেগুলো আগামী ছয় মাসের মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কার সম্পন্ন হলে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।
নির্বাচন নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য যতটুকু সময় প্রয়োজন জামায়াত সে যৌক্তিক সময় দিতে প্রস্তুত আছে বলেও উল্লেখ করেন তিনি।