পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪৭ পিএম
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আমরা নিজেরাই নিজেদের প্রশ্ন করে উত্তর পেয়ে যাব যেÑ আমাদের ভাবমূর্তি অক্ষুণ্ন আছে নাকি ভূলুণ্ঠিত হয়েছে। যদি ভূলুণ্ঠিত হয়ে থাকে, তাহলে আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন।’
সোমবার (২৭ জানুয়ারি) বিকালে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বর্তমান নির্বাচন কমিশনকে রঙহীন, চেহারাহীন নির্বাচন কমিশন উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমাদের কোনো ফেভারিট নেই, আমাদের কোনো পক্ষ নেই, আমরা একটাই পক্ষ, সুষ্ঠতার পক্ষ, ন্যায়ের পক্ষ, মানুষের অধিকার মানুষের কাছে ফিরে দেওয়ার পক্ষ।’
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার এনামুল হকসহ প্রশাসনের কর্মকর্তা, ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।