× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত, আহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪৪ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ২১:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। ‍পৃথক এসব দুর্ঘটনায় রংপুরে দুজন, রাজশাহীতে দুজন, মেহেরপুরে একজন, টাঙ্গাইলে একজন, কিশোরগঞ্জে একজন এবং নড়াইলে একজন রয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সংশ্লিষ্ট জেলার প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রংপুর : রংপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের জামতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউপির কদমতলি বাজারের আতোয়ার রহমানের ছেলে মোজাহিদুর রহমান ও পীরগঞ্জ পৌরসভার ওসমানপুরের আব্দুল কুদ্দুসের ছেলে উপজেলা আনিছুর রহমান রানু। এ ঘটনায় আহত ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন, বড়দরগা হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় পীরগঞ্জের জামতলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোজাহিদুর রহমান নিহত হন। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে আনিছুর রহমান রানু মারা যান।

রাজশাহী : তানোর উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার বিকাল ৩টার দিকে তানোর উপজেলার তালন্দ ইউনিয়নে একটি খড় বোঝাই গাড়ি ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- রাজশাহীর ইউএস-বাংলার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাহিদ আলম এবং মোটরসাইকেল আরোহী মো. পলাশ। তাদের উভয়ের বাড়ি রাজশাহী নগরীর সিশোইল কলোনি এলাকায়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুর : গাংনীতে ট্রাকের ধাক্কায় তাইমুজ্জামান নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির বাবা বাবু হোসেন। সোমবার দুপুর ১টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুর কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাইমুজ্জামান মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মাহারুজ্জামান কাজলের সন্তান এবং শহরের মিশন স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে বিআরটিসি ট্রাকের চাপায় মাহবুব আলম নামে এক বিদ্যুৎ লাইনম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ব্যক্তি গুরুত্বর হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার অর্জনা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

মাহবুব আলম গোপালপুর উপজেলার বসুবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান। আহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের ঘটনায় কোনো অভিযোগ পাইনি। ট্রাকটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ : কুলিয়ারচরে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. মোর্শেদ মিয়া নামে এক কৃষক নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নাসিরউদ্দিন নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে উত্তর সালুয়া সরকার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোর্শেদ মিয়া ফরিদপুর ইউনিয়নের মৃত হাসিম মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

কুলিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

নড়াইল : নড়াইলের কালিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক হাসিব মোল্যা নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার বিকালে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিব মোল্যা উপজেলার মাধবপাশা গ্রামের সাব্বির মোল্যার ছেলে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন- রংপুর অফিস, রাজশাহী অফিস, মেহেরপুর প্রতিবেদক, টাঙ্গাইল প্রতিবেদক, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক এবং নড়াইল প্রতিবেদক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা