× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ বছর পর বিএনপির সম্মেলন, উৎসবের আমেজ

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৩০ পিএম

১১ বছর পর বিএনপির সম্মেলন, উৎসবের আমেজ

দীর্ঘ ১১ বছর পর মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ভোটারদের আশা সৎ, আদর্শবান ও ত্যাগী নেতারাই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হবেন। 

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৪ সালে খালিয়াজুরী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ১১ বছর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সক্রিয় হয়ে ওঠেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। এ অবস্থায় আজ খালিয়াজুরী কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির এ সম্মেলন। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত থাকবেন।

খালিয়াজুরী উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ৪২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি প্রার্থীরা হলেনÑ উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন (আনারস) এবং কৃষ্ণপুর ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল আবুল কালাম আজাদ (ছাতা)। সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থী হলেনÑ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী মোল্লা (মাছ), মোহাম্মদ মাহবুবুর রহমান কেষ্ট (মই), তরিকুজ্জামান তরু (ফুটবল), আসিফুজ্জামান চৌধুরী উজ্জ্বল (মোরগ), নাজমুল হক আরিফ (তালা), মোহাম্মদ শাহিনুর রহমান শাহীন (চশমা) এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফুল মিয়া (মাইক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

নির্বাচনের ভোটার শামছুল ইসলাম তালুকদার বলেন, আমরা সৎ, আদর্শবান ও ত্যাগী নেতাদেরকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে চাই। যারা তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকবেন।

সভাপতি প্রার্থী আব্দুর রউফ স্বাধীন বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পারছি। আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। 

সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান কেষ্ট বলেন, শেখ হাসিনা সরকারের অসংখ্য মামলার হুলিয়া মাথায় নিয়ে আমাদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে। এ সম্মেলন স্থানীয় দলীয় ভিতকে আরও মজবুত করবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা