× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিনিকলের কম্পিউটার ভাঙচুর, টাকা লুট

রাজশাহী অফিস

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:২৭ পিএম

চিনিকলের কম্পিউটার ভাঙচুর, টাকা লুট

রেশনের চিনি নেওয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তারা চিনিকলের প্রশাসনিক ভবনের ৮টি কক্ষে হামলা চালিয়ে অন্তত ৯টি কম্পিউটার ও প্রিন্টার ভাঙচুর করে।

লুট করে নিয়ে যায় ১ লাখ টাকা। এ সময় দুর্বৃত্তদের মারপিটে আহত হয়েছে দুজন। সোমবার দুপুর ১২টার দিকে এসব ঘটনা ঘটে।

রাজশাহী রেশন করণিক শাহীনুর রহমান বলেন, ১২টার দিকে চিনিকলের মৌসুমি কর্মচারী ট্রাক্টরচালক রফিকুল ইসলাম রেশনের এক মণ চিনি নিতে আসেন। এ সময় তার কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরও ২০ টাকা চাইলে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে রফিকুল ফোনে নিজ এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। 

কিছুক্ষণ পর ১০-১২ জনের একদল দুর্বৃত্ত চিনিকলে পৌঁছে রেশন বিভাগে হামলা চালায়। তারা কর্মচারী শাহীনুর, ওজনদার মারফুল ইসলাম দুলালকে মারপিট করে। একপর্যায়ে শাহিনুর পালিয়ে গেলেও দুলালকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, এ সময় চিনি বিক্রির ৯৪ হাজার টাকা লুট করে দুর্বৃত্তরা। পরে তারা প্রশাসনিক ভবনে ঢুকে পড়ে। 

দ্বিতীয় ও তৃতীয় তলার ৮টি কক্ষে বিভিন্ন আসবাবসহ ৯টি কম্পিউটার ও প্রিন্টার ভাঙচুর করে দুর্বৃত্তরা। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর জানান, মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা