× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৬ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে একটি পক্ষ ঝুট ব্যবসার কথা অস্বীকার করেছে। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার নয়নপুর (ধনুয়া) রিদিশা নিটেক্স কারখানার সামনে গাজীপুর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেনÑ গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল পালোয়ান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম বিল্লাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির এবং যুবদলের সদস্য আমিনুল ইসলাম। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, সকালে সংঘর্ষের এক ঘণ্টা আগে বিএনপির একটি পক্ষ তাদের দোকানপাট বন্ধ করে চলে যাওয়ার জন্য বলে। এর কিছুক্ষণ পর একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে মিছিল করতে থাকে। এর কিছুক্ষণ পরই গণ্ডগোল শুরু হয়ে যায়। এ সময় আতঙ্কে দোকানপাট বন্ধ করে আমরা চলে যাই। বিকাল ৪টার দিকে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুজ্জামান খান জানান, তিনি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক উজ্জল হাসান জয়ের নেতৃত্বে দুপুর সোয়া ২টার দিকে নয়নপুর (ধনুয়া) রিদিশা নিটেক্স কারখানা এলাকায় আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে শান্তিপূর্ণ মিছিল করি। মিছিল শেষে রিদিশা নিটেক্স কারখানার সামনে বসে চা পান করছিল আমাদের নেতাকর্মীরা। এ সময় গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং সাধারণ সম্পাদক আয়াত উল্লাহর নেতৃত্বে ৫০-৬০ জন লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। হামলাকারীরা তাদের চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করে এবং তাদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। 

গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ বলেন, ‘ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম রিদিশা নিটেক্স কারখানায় ঝুট ব্যবসা করে আসছেন। আজকে (সোমবার) কারখানা থেকে ঝুট বের হওয়ার কথা শুনে কামরুজ্জামান খান ও উজ্জল হাসান জয়ের নেতৃত্বে কারখানার সামনে মিছিল দিয়ে মাস্তানি করে। তারা হঠাৎ করে এসে মিছিল করবে, গাড়ি আটকে নেতাকর্মীদের মারধর করবেÑ এটা তো মানা যায় না!’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান বলেন, ‘আমি ঘটনা শুনেছি রিদিশা নিটেক্স কারখানার সামনে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে। বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। প্রকৃত বিষয়টি জানার চেষ্টা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা